
Sri Sarada Devi: The Universal Mother
Sarada Devi (born December 22, 1853, Jayrambati, Bengal [now in India]—died July 21, 1920, Calcutta [now Kolkata], India) was a Hindu religious teacher who was the wife and spiritual consort of the Indian saint Ramakrishna. At the age of five Saradamani was wed to Ramakrishna in an arranged marriage. (Because Ramakrishna had taken a vow of celibacy, the marriage was never consummated.) When she was 16 years old, Saradamani joined her husband in Dakshineshwar, Bengal, where Ramakrishna was a temple priest. Three years later Ramakrishna declared that his young wife, whom he now called Sarada Devi, was the Avatar of the Divine Mother of the Universe. After Ramakrishna’s death in 1886, Sarada Devi gained acclaim as a saint in her own right. She spent many years on pilgrimages, in meditation and Sadhana spiritual practice), and in ministering to the small group of young disciples of Ramakrishna who were led by Swami Vivekananda.
সারদা দেবী (২২ ডিসেম্বর ১৮৫৩ – ২০ জুলাই ১৯২০) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনাসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘজননী। ভক্তগণ তাঁকে শ্রীশ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। জয়রামবাটী গ্রামে সারদা দেবীর জন্ম। তাঁর বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তাঁর বিবাহ হয়। তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি। তাঁর জীবনীকারদের মতে, গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তাঁরা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে। তার সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও ভ্রাতৃ-পরিবারবর্গ এবং তাঁর আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাঁকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তাঁর কাছে। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তাঁর জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন।
Quotes of Sri Sarada Devi ( সারদা মায়ের বানী )
- If you do a good act, it cancels the effects of your evil deeds. If one prays, takes the Name of God and thinks of Him, the effects of evil are cancelled.
- No doubt, God alone has become all these objects, animate and inanimate, but in the relative world all beings act and suffer according to their past Karma and innate tendencies.
- We suffer as a result of our own actions; it is unfair to blame anybody for it.
- The creation itself is full of griefs. How can one understand joy if there is no sorrow? And how can everyone be happy at the same time?
- “ভালবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায়না”
- “ঠাকুরকে ডাকো, তাঁর উপর নির্ভর করো, সব হয়ে যাবে।”
- “যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভাল এক ভগবান ছাড়া কাউকে বেসো না”