রামকৃষ্ণ সেবাপীঠ আশ্রম, নারায়নপুর শ্রী রামকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্টের একটি উদ্যোগ। নারায়নপুর উত্তরপাড়া পূজামণ্ডপ সংলগ্ন পুণ্যভূমিতে বহুদিন ধরে বাস করতেন একজন বয়স্কা মহিলা। গ্রামের অনেকে তাকে চিনলেও তিনি সর্বদা নিজের জগতে মায়ের সেবায় নিত্য ব্যস্ত থাকতেন। তাঁর দিন কাটত তাঁর নিজের হাতে তৈরি ও পরিচালিত ছোট্ট একটি মাটির মন্দিরে মৃন্ময়ী মা আনন্দময়ীর সর্বক্ষণের সেবায় ও সাধনায়। তাই সেই মাটি ও জমি আজও পবিত্র তীর্থক্ষেত্র যদিও তা প্রচারের অন্তরালে। বয়স কালে প্রকৃতির নিয়মে একদিন তাকে ইহজগত ছেড়ে চলে যেতে হয়। অনেক প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে সেই মন্দির নষ্ট হয়ে যাওয়ায় গ্রামের সকলের প্রচেষ্টায় পুনরায় মায়ের সেই মন্দির নির্মাণ হয়েছে। সালটা ইংরাজী ২০২০,

The near by Places are

  • Chakla Dham Lokenath Temple
  • Chandraketu Garh
  • Kachua Lokenath Temple
  • The beauty of Ichamati Rivaer

This is on the ‘Holy Birthplace of Swami Brahmananda’. Swami Brahmananda’ was the first President of Ramakrishna Order. Ramakrishna Mission at Sikra Kulingram started in the year 1992. Ramakrishna Mission at Sikra Kulingram is located on Taki Road, Barasat Postal Division, North 24 Parganas, West Bengal. Distance from our Ashrama is 15 Km.

Scroll to Top